সাঁঝ বেলাতেই রবি,
অস্তাচলের ছবি।
চাঁদ যে ঢাকলো অমা,
তারার আলোও কমা।


ছোট্ট বলেই রাবিশ!
ন্যায্য পথের হদিশ,
দিতে যে এগিয়ে আসে
পাত্তা কী পায় শেষে?


আঁধারে ভরা ধরায়,
কে আর কী দায় নেয়?
মোমেরই প্রাণ যায়!
আলোয় ঘর ভরায়।।