জানিনা কোথায় তুমি!
এইতো সেদিনও উত্তরে হাওয়া বইছিলো
বেশতো ছিলে শিরশিরিয়ে আপন মনে
সবেমাত্র দখিনাবাতাসে দোলা লাগতে না লাগতেই
হঠাৎ কেনইবা এমন এক কঠোর সিদ্ধান্তে
চলে যেতেই হলো...


কৃষ্ণচূড়া আর পলাশ রাঙা ফাগের গন্ধ
ভোরের কুহুরব ছাড়িয়ে
কোথায় হারিয়ে গেল,
নাম না জানা প্রান্তে
পারলাম না, কখন বা কেন জানতে?
এমনটাই কি হবার কথা ছিলো...


আজ আমি একা একা শুয়ে তপ্ত বিছানায়
এতটাই তাড়াহুড়ার কি দরকার ছিলো?
আজ সাথী আশাবরীর জাল
মল্লার আবার কবে টানবে মীড়ে ছড়!
না হয় একটু দমকা হাওয়াই
এনে দাও এ সাঁঝ বেলায় গান শোনাবে বলে...