সাগর সেচে তোলা মানিক,
হারাই কোথায় ছলে।
দাম না বুঝেই তর্কে খানিক,
খুঁত খুঁজে তা, জলে।।


খোঁপায় বাঁধা জুঁই বিফলে,
সুবাস নিচ্ছি ভয়ে।
উষ্ণতা আর নেই দখলে,
তবুও যাই সয়ে।।


বুকেই নদী এঁকে দিলে,
সুখের কোনও সুরে।
কান্না ভরা আকাশ নীলে,
এখন গেলাম দূরে।।


শুখা হাওয়ায় বাউলরা গায়,
সোহাগ মধু ছাড়া।
ফুলেল বাস দখিনা বায়,
তবুও নেইতো সাড়া।।