একটা পাতা পড়া হলেই এগোতে ইচ্ছে করে।
অভ্যাস তাড়নায় পাতা উল্টে এগিয়ে যাই,
ম্যাজিক পুতুলের মায়াবী খোলা ছাড়াতে ছাড়াতে...


অজানাকে জানা, অচেনাকে চেনা, রুটিন মাফিক,
সৃষ্টি থেকেই শুরু,  এর কোনো শেষ নেই।
যতটুকু দেখি, সব বুঝি ওই সীমানা ছাড়িয়ে ...


আমাকে খুবই নিরাসক্ত লাগে, শুধুই চে‌য়ে,
পরিবেশ ধোঁয়া উড়োজাহাজ বোঝে, দেখেই যাই,
দেখতে হলে সমান্যই  উর্ধমুখী দৃষ্টি...


সেখান থেকে আমার ছায়া দূরে,  নজরে আসে না,
হোমাপাখির ডিম মাটিকে আর ছুঁতে পারে কই?
মন্দ কি বেশ আছি, একা একা মাটির উপরে...


না হয় একটু স্বাভাবিক দাঁড়িয়ে থাকাই শিখি...