মাঝে মাঝে একটা খনির আঁধারে হারিয়ে যাই,
সারাদিন যার পেছনে ঘুরে হতাশারা ঘিরেছিলো ;
এভাবেই তা আমার কাছে যে ধরা দিতে পারে,
এ হেন নির্বোধের কল্পনাতেও আসেনি কক্ষণো!
তবু স্বপ্নজালের মাকড়সাগুলো ঠিক এমনই হয়...


ফেরার পথে হাতবাক্সে কিছু শব্দ এনেছিলাম,
বেছে বেছে এক্কেবারে যেন নিজের মনের মতই।


কি যে এমন উতলা হয়ে ভাবছো বলো তো ?
খনিতে লোক কি শুধু পাথরের খোঁজেই  যায়?
গেলাম নাহয় আমি টুকরো টুকরো শব্দসন্ধানেই!
কথাটা আজব হলেও কিন্তু সত্যি একেবারেই  ...


যত্নে আনা শব্দ সাজিয়ে বেশ একটা গল্পও হলো,
খনিজ পাথরের গড়া গল্প কিভা‌বে যে হীরে হয়,
তা কেবল ঊর্ণনাভের স্বপমায়া ভরা জালই জানে।
এই গল্প নিয়ে আমার কোন দায়বদ্ধতাই নেই...