আনন্দে মন মেতেছে এখন
                    মধুর এ সন্ধ্যাবেলাতে,
বর্ষণ ধ্বনি ওঠে রণরণি
                      মৃদঙ্গ ভরা তালেতে।
আনন্দে মন মেতেছে এখন
                    মধুর এ সন্ধ্যাবেলাতে...


মনের পেখম হলো উদ্যম
করে গমগম লোক সমাগম
দেবতার পথে মিলে একসাথে
                মেটে না তৃষ্ণা শোভাতে।
আনন্দে মন মেতেছে এখন
                    মধুর এ সন্ধ্যাবেলাতে...


তন্ত্র মন্ত্র মানে না যন্ত্র‌,
হৃদয় রত্ন হলো অনিন্দ্য,
দিয়েছে সাড়া হই দিশেহারা
                 বুঝিনা এ কোন ব্যথাতে।
আনন্দে মন মেতেছে এখন
                    মধুর এ সন্ধ্যাবেলাতে...


কান্নার শেষে মুছাতে যে আসে
                দেখনি কি তারে এখনো?
সবার মাঝারে আলো বা আঁধারে
                 মুর্তি যে তারই বিছানো!


লাভ কী পূজায় ঘোর সজ্জায়
দিন চলে যায় জগৎ সেবায়
সমব্যথী হও একসাথে রও
                   দেবতাও ওই পথেতে।
আনন্দে মন মেতেছে এখন
                    মধুর এ সন্ধ্যাবেলাতে...


১৩/০৬/১৯৭৩
আগরপাড়া।