পৃথিবী ঠান্ডা হলো।
জীবন এলো
বছরের পর বছর গেলো,
বিবর্তন মানুষ এনে দিলো...


মাথাচারা দিয়ে উঠলো
আরেক অন্য জীবন,
মানুষ খেকোর দল ভীড় করলো!
পাশাপাশি খুললো চিন্তার জগৎ...


এখনো কী বদলেছে একটুও
সেই আগ্রাসন বা ক্ষমতার লোভ?
গোষ্ঠী ছেড়ে এখন তো সেসব দেশজুড়ে
কুঠার বদলে পরমাণুর চলা...


জীবনের শিল্পমেলায় দেখি কালের তুলিকা,
জল রঙে আজো নিয়মিত এঁকে যায়-
নীরবতার কষ্ট কঠোর চোখ;
চোখেও পড়ে না কিংবা দেখেও দেখো না...