ঘোর তমসায় বলে,  
কিছু ঠাওর পাই না,
দূরের মানুষ কাছে,
না কাছের জন দূরে!!


কোন শূন্যতায় শুরু,
কোথায় শেষ, জানি না,
তবে কি পথ নজর,
পথেই মিলিয়ে যাবে??


রাতের শেষ ভরসা,
আজও সূর্য ওঠে।।



# দেব গান্ধার এক প্রভাতকালীন রাগ,
যাঁর কোলে চিরন্তন সূর্যোদয় কল্পিত।