মানব,দানব, দেব - এ বিশ্বে বিরাজে,
পরিচিত হয়, তারা আপনার কাজে।
কেউ মরে ঘৃণাভরে, কেউ শ্রদ্ধা পায়,
দানব, দেবের রূপ - স্পষ্ট বোঝা যায়।
সব শিশু - দেব শিশু, তফাত তো নাই,
তবু মানব, দানব - দর্শনেতে পাই।
কোন সুত্রে গড়ে দেব? কেন বা দানব!
এ প্রশ্ন জটিল বড়, জানে না মানব!