অন্যঘরে যেতেই যদি চাও
উঠোন পেরোতে হবে,
একদিন যেখা‌নে ছিলো অলক্ত পায়ের ছাপ।
না, বাধা তো দেবো না,
একবার শুনে যাও, না বলা কিছু কথা...


এখনো চারপাশে আগুনের ধোঁয়া,
এরমধ্যে খুঁজতে গেলে সোনাঝরা সুখ-
হাওয়ায় গতি বদল হতে পারে।
তখন কিন্তু স্বপ্ন-শেকলে ভেসে বেড়াবে
রক্তমাখা কোনো অনাবশ্যক মুখ...


অনিবার্য বলে না ভাবলে, বলো-
এখনো কি যেতেই চাও?


শেষের কবিতা বলছে ''অপেক্ষা করো'!
নতুন ঘরবাড়ির ধাঁচ তো নানান রঙের,
কতই যে ভূঁইফোড় এদিকে ওদিকে!!
না হয় রোজ সেদিকে তাকিয়েও
কিছুটা মায়ার প্রসারই নয় ঘটিয়ে নাও...