ধন্বন্তরি! একটি বার না হয় তুমি এলেই,
ফ্লোরেন্সও নয় আসতো প্রদীপ জ্বেলেই।
মানুষ যে আজ মহাবিশ্বে বড়ই অসহায়,
গৃহবন্দী ওরা,শুধুই স্পর্শ পাওয়ার ভয়।


দশেমিলি করি কাজ, বিস্মৃতির অতলে,
মুখোশের আড়ালে সবকিছু গেছে ভুলে।
শুধু কিছুটা ডানপিটে চিকিৎসকের দল,
চেষ্টা করছে জাগাতে মানুষ মনোবল।


ওদেরও ছোবল দিয়েই চলেছে শেষনাগ,
পরাজিতরা মৃত্যু আগে রাখে কলঙ্কদাগ।
আরো বহুজনই এসেছেন সেবাব্রত নিয়ে,
লড়ে চলেছে মৃত্যুকেও মান্যতা না দিয়ে।


অন্ততঃ তাদেরই জন্যে, এসো ধন্বন্তরি,
মহামারির মহাযুদ্ধ যেন জিততে পারি।