একলা রাতে শূন্য হাতে  মেঘের  খোঁজে,
একটা মরুর  তৃষ্ণা ছিলো  বুকের মাঝে!
চলতি পথে  জোছনা রাতে  শুকনো নদী,
জ্বলছে  ক্ষেত  প্রেতের  মতোই  নিরবধি।


'লুকিয়ে তুই থাকবিটা কই' ফেলবো চিনে,
সকাল সন্ধ্যে পেরিয়ে গেল আর পারিনে!
দোহাই রে তোর  গর্জে ওঠনা এক‌টি বার,
চারদিকেতেই আসুক নেমে  ঘন আঁধার!


ভাবতে ভাবতে আকাশ ভরে কালোমেঘে,
প্রাণের  তৃষা  মিটিয়ে  ঝড়  দারুণ বেগে।
আবার আশায় বুক বেঁধেছি  সবাই মিলে,
ভরবে  নদী  আকাশ  ভাঙা  ক্লান্ত  জলে।


উঠবে  ভরে  ক্ষেত  খামারে  নতুন  দীপ্তি,
ধরণী তার  ফুলে  ফলেই  মেটাবে  তৃপ্তি।