অবশেষে "অতিথি"রা পা রাখলো বাংলার মাটিতে,
নাঃ! গরজ করে আর কেউ তেমন দেখেনি-
কতটুকুই বা ছিলো অবশিষ্ট শারীরিক উত্তাপের ,
প্রায় অনাবৃত হয়েই নেমে এসেছিল;
তাও একা নয় কাতারে কাতারে...


ওদেরই বা আর এমন কিসের দায়?
প্রশ্ন করলেই সেই চিরাচরিত উত্তর-
"কী করবো বাবু গরীবমানুষ যে..."
এটাই বোধহয় সেরা পাসপোর্ট,
লক্ষ্য একটাই বাড়ি যেতে হবে ...


যদিও অধিকাংশই দীর্ঘদিন ঘরছাড়া,
কেউ ওদের খবরও নেয় না কখনও,
আর কি করেই বা খবর নেবে?
সেধে সেধে দায় বাড়ানো তো বিলাসিতাই প্রায়,
তবু ওরা যথাশীঘ্র ছুটে যেতেই চায়...


ওরা বুঝে নিয়েছে এতদিনে,
সকলের চোখেই ওরা অবাঞ্ছিত জন,
সাথী যারা রয়েছে তারাই আপন সমব্যথী বলেই।
ছাড়া পাওয়ার সাথেসাথেই সবাই যে যার হাওয়া!
যেন সেই কর্পুরের মতোই উবে যাওয়া ...


দুখিনি বাংলা মায়ের কথা আার কেউ ভাবলো না!
ভোরের সূর্য বুঝি তখনও ঘন তমসায়...