উনিশ বিশে,
ভরা নভিসে!
নেই ফিনিশে,
তাই রাবিশে!

নীল আকাশে,
বাষ্প মেশে,
থাকে না রাশে!
প্রকৃতি নাশে।

বিশের বিশে-
পায়না দিশে।
প্রকৃত রোষে,
প্রকৃতি ফোঁসে।

এ ভাইরাসে
বিশের বিষে,
মানুষ ত্রাসে
করাল গ্রাসে!