পিঁপড়ে এসে            দিব্যি বসে
        দুব্বো ঘাসের ডগায়,
হঠাৎ বৃষ্টি                  অনাসৃষ্টি
        ঘাসের ডগা কাঁপায়।


জলের তোড়ে         ভাসায় তারে
          মানুষ হাঁকে দেখে,
"নতুন কী আর      করলে বিচার?
          এমন হয়েই থাকে।"


দিন কেটে যায়      ঝড়ের ঠেলায়
       নৌকো তো প্রায় ডোবে,
কোথায় বা তীর     ভেবেই অধীর
       পার তো নেই যে ছোঁবে।


বল্লে ," বাঁচাও,   নৌকো ঘোরাও!
       মরছি যে গো ত্রাসে।"
(পড়ে না মনে          বিপদ ক্ষণে
       সেও ছিলোনা পাশে।)