খোলা জানলায় পথ মাপা শেষ হয়না
ঝিঁঝির আওয়াজে ইমনের ছোঁয়া
ছড়ানো ছেটানো তোমার স্মৃতির গুমোটে
রাখালিয়া বাঁশির সুরে দোলে পেন্ডুলাম।
কাগজের বিমানে মেঘপরীর দেশে
কিম্বা ইচ্ছেমতো প্যারিস, লন্ডন...
একবার মুক্তির যুক্তিতেই দরজায় পা!
অন্ধকারে জোনাকি রঙমশাল
মেঘলা ছাড়িয়ে বিদ্যুৎ ঝলকে;
এখনো হে কিন্নরী! চোখে চোখে প্রেমের সংলাপ-
একনাগাড়ে ধ্রুপদীতে সরগমের সুর।