দুকূল জুড়ে নানান কানাকানি,
লকডাউনে ভাসানো তরিখানি।
একটি পাথর গুহার মুখে রেখে,
জমায় দেহ সাদা চাদরে ঢেকে।


একূল হতে ভাবনা যখন চলে -
বন্দী হও নিজেদের মঙ্গলে!
মন্দাবাজার ধমকে উঠে বলে,
অনাহারেও বসে থাকা কি চলে?


ভাইরাস ত্রাসে চলছে  মহামারি,
কাজ নেই তাই বেকার কর্মচারী।
দুস্কর বড়ই এ সিদ্ধান্ত নেয়া,
বইবে কতো লকডাউনে হাওয়া?