লাল নীল হলদে সবুজ খয়েরি
উড়তো নানান বর্ণমালায় ঘুড়ি
কখ‌নো দেখি দিব্যি নয়া শাড়ি
নয় নক্সাকাটা পাঞ্জাবি বাহারি...


চারিদিকেই ভালোবাসার ঢেউ
তবু শৃঙ্খল পার হতো না কেউ
যাত্রাকালে দিতো ওরা অঞ্জলি
জীবন্তই থাকতো ফুলের ডালি ...


সময় এখন অনেক বদলে গেছে
স্কুলের থে‌কে খিচুড়ির দিন মুছে
ফ্রায়েডরাইস, এ স্বাভাবিক কথা।
তাও শিরায় শিরায় কিছু চঞ্চলতা...


অবসরের জীবনে পারি না চলতে
তাও রঙিন প্রজাপতি চায় বলতে
এ কী বসন্তের বাণী শেখা চন্দনা
নাকি না'বলা কোনো বাণীবন্দনা ...