এখন কিন্তু আমি একদম নিরস্ত্র।
বারুদের গন্ধে  চারদিক ভরপুর
জখম! কেউ না কেউ তো হবেই,
বর্তমান প্রেক্ষাপটে আজ ডুয়েল।


তুমি নিজে এসে বান তুলে দেবে
আমারই জীবন বাঁচানোর জন্যে-
ভাবার মতো স্পর্ধা আমার নেই,
কিন্তু অবাস্তবও ভাবতে পারি না!


আর নিজেই তোমায় জিতিয়ে দেব
হ্যাঁ,আমি প্রস্তুত ,রিভলবারটা দাও,
তোমার হাতের ও রক্তকরবী চাই।
মরণ কলুষমুক্ত যে নিঠুর আঘাতে।


আপন সত্তারে বাঁচাতে নিজে যতই
স্বার্থপর হই না কেন - বন্ধু আমার,
তুমিও তেমন হবে ভাবতে পারিনা!
হয়তো পুরােনো  অধিকার দোষে।


সঠিক জয় কিসে? ত্যাগে না ভোগে!
জ্বালানি সম্বল করে  কার্তুজ  ছুটছে।
কে যে লক্ষ্য তার কেউ তা জানি না,
ভালো হয়! হারালেই সবার অলখে।


কালের ঘন্টার ধ্বনি ঢং...ঢং...ঢং...।
আজকে ডুয়েলে শুধু সেই মারা যাবে
নিজ হতে অন্যকে যে বেশী ভালবাসে।
জীবনের চেয়েও তাই- এ মরণ দু্র্লভ।