১) কদম ডালে


বাদল ধারা সোহাগ ভরা কদম শাখে,
প্রেমের গাঁথা মনের কথা মেপে রাখে।


২) হাত লাগাও


দুঃখের পাথরটা যেদিন ভাগ করে নেবে,
সে পাথরে সবাই দেখো ঠিক জল দেবে।


৩) ধর্মই ধর্ম


ধর্মপথ চিরস্থায়ী শান্তিপথ,
এ কথার হয় না কোনো ভিন্নমত।


৪)জীবন ত্রাতা


অসহায় অবস্থায পিতা-মাতাই বন্ধু,
জীবনযুদ্ধে ওনারাই করুণার সিন্ধু।


৫) ব্রহ্মশৃঙ্খল


আকাশ মাটির কানাকানি অনন্তকাল ধরে,
যুগযুগান্ত পেরিয়েও সাধ্য কী তা নড়ে?


৬) পারের কর্তা


দয়াল ছাড়া করবে কে পার?
এমন সাধ্য আছে আর কার!