এক) তালবাহানা


মরণের ওপারেই মুক্তি,
তবুও বাঁচার পথে যুক্তি।


দুই) ধন্বন্তরী


মিলিয়ে গেলে মাটির ঘরে,
সকল বাধাই রইবে দূরে।


তিন) শরক্ষেপণ


কবির কলমই পারে,
জাগাতে জীবনটারে।


চার) অথ জীবন ঘটিত


মূল্যবোধের লাঠি,
জীবনের মাপকাঠি।


পাঁচ) শেষ পারানির কড়ি


ডাকো যদি বিশ্বাসে,
সাড়া শেষ নিঃশ্বাসে।


ছয়) আলোয় ছায়া


অচেনা এই জগত মাঝে,
নিত্য নতুন বিরহ রাজে।