এক) চির-উন্নত-শির


কেন হও নতশির? হয়ো না চির অধীর,
মনে রেখো আমরাও "চির-উন্নত-শির"।


দুই) সুখ


হারানোর ভয় বন্ধু যে করেছে জয়,
সেই তো প্রকৃত সুখী, চির-নির্ভয়।


তিন) শানিত তলোয়ার


শোষকের হাত ধরেই যে শোধিত দণ্ড,
তছনছ না হলেই জেনো মূলকাজ পণ্ড।


চার) অনর্থের সুর


শুধু আর্থিক ভাবনায় এ মন যারে চায়,
কবি-বিবেকের সাড়া তো সেথা নির্দয়।


পাঁচ) বোধ সীমানা


দুদিনের এ শূন্য খেলাঘরে,
লাভ কি বলো অহংকারে?


ছয়) আবর্তন


সূর্যাস্তের পর যে নিশা,
কাটলে হবে সূর্য দিশা।