১) পাখির ভাসা


বিদায়ে হলুদ পাতা,
শোনায় মর্মর গাঁথা।


২) জীবন যুদ্ধে


যতবার ছুটি চাই,
কাজ বলে 'কোথা যাই'?


৩) মিছে দূরে


আমিত্বে সকলেই দূরে,
বন্দীদশা নিজের ঘরে।


৪) মতিভ্রম


জন হারালে মন,
পাবে কই সুজন?


৫) জরাজীর্ণ


মরে নি বলে বেঁচে আছে,
এটাই সত্য ওদের কাছে।


৬) অযান্ত্রিক


ইচ্ছে আছে বলেই মানুষ বাঁচে,
নইলে বাঁচা থাকতো যন্ত্র‌ ধাঁচে।