এক) নির্ঘুম রাত


রাতের মতোই রাত আসে ঘুম আসে না,
স্মৃতি মরে স্মৃতির ঘোরে  স্বপ্ন ভাসে না।


দুই) সাগরে ভেলা


শ্মশানের শান্তি নিয়ে এই বেশ আছি,
এবেলা যদি বা মরি ওবেলাই বাঁচি।


তিন) অনাহূত


যদুবংশের লড়াই হলো,
উলুখাগড়া প্রাণে ম'লো।


চার) জোয়ারের আগে


অশান্ত এক নদী যেন এই কৈশোর,
জীবনের সাথে সে খেলে ছোঁয়াচোর।


পাঁচ) অসহায়ের কান্না


জলছাড়া সুনামির চোখে দেখি জল,
ভাইরাসে রাশ আজ এখনও বিফল।


ছয়) একাকারের রূপ


মায়ার জগতে সবই অনিত্য,
কোথায় বাঁধন কোথায় চিত্ত!