অনেকবড় আকাশটাকে নতুন করে
দেখবো বলেই আরেকবার ;
কিন্তু আকাশ দূরে...আর অনেকদূরে...

দৌড়েছিলাম কূল বরাবর সাগর দেখতে
খুলবো যেখানে মনের দ্বার ;
শুনলো না সে, ব্যস্ত হলো নিজেই বলতে...

পাহাড়ে বনে আপন মনে দিগ্বিদিক হারা
ক্লান্তি ছুঁতেই এগিয়ে যাই ঘুরে ;
ফুলেল গন্ধে দেখি, সেও যে পাগলপারা...

বনটা খুঁজি ঘন-গভীরে শ্যামলা বটের নীচে
ভুলগুলো রাখলাম ওই পাখির নীড়ে ;
আকাশ, সাগর বা পাহাড় এলো খুবই কাছে...