এমনই করে স্তরে স্তরে
প্রত্যাশা বাড়ে,
মনের দ্বন্দ্ব এগিয়ে চলে
সীমাহীন কোনো নিশানায়,
ফাগুন আগুন ঝড় তুলে
খুঁজে পায় অপ্সরা রূপ।


স্বস্তির আবেশে যদি কখনোবা
এতটুকু উষ্ণতা চেয়েই ফেলি,
মুখটা ঘুরিয়ে নিও না!
ঘোমটার আড়াল হতে-
চাঁদমুখের দুষ্টু হাসি যে বাঁধে মন নাগপাশে,
কেউ না জানুক তুমি তো তা জানো।