এক) মহান


মহাজন হয় না ভাই মনেতে মহান,
সুদমূলে ভাগাভাগি, বেশীটাই চান।
পরের দুঃখে কাঁদে,
নিজের করে বাঁধে,
মহানজন আপন মনে দুঃখই পান।


দুই) নাক কেটে যাত্রা ভঙ্গ


শত্রু ভেবে খড়ের গাদায় আগুন দিলে,
লাভের মধ্যে লাভ শুধু একটাই মেলে।
পরকে দেখায় রঙ্গ
নিজের যাত্রা ভঙ্গ;
অগ্নি তুষানলেই, নিজের ঘরও জ্বলে।