এক) পাত্র চাই


ঘষামাজা যাই করো ভাই মালেতে সে শূন্য,
ভোটাভুটীর  ময়দানেতেই  গলা  চলে  পূর্ণ,
আগেই ছিলো কচুকাটায় রপ্ত,
এখন হলো গলাকাটায় পোক্ত,
সত্যকে খাঁচায় পুরেই সে, হলো গন্য মান্য।


দুই) শিখণ্ডী পত্তন


বোকার রাজ্যে ভুলতে কসুর তিন প্রহরের মামলা,
এইতো দিলাম নতুন সুজন আপন  গুনেই সামলা,
ছোলার দড়ির ব্যবসা ছিলো,
কলসি দড়ির  ভারও  নিলো,
কিইবা চাই? বায়না কেন? করিস নে আর হামলা।