এক) সরকারি


ইচ্ছে মতোই  জবর দখলে  খেলতে পারি।
শখ জাগলে  ফুলকোলুচিও  বেলতে পারি,
পেয়ে গেলে তরকারি,
ওটাও খুব দরকারি।
ওমা! আনতে গিয়ে তাতেও ছাপ সরকারি।


দুই) হাত সাফাই


থলেটা নিয়ে বাজার যাই পকেটে টাকা,
মনের মতো  ইলিশ পাই  বরফে ঢাকা।
খোদ ইলিশে নজর,
করছি 'গজর গজর',
হাতড়ে দেখি গড়ের মাঠ! পকেট ফাঁকা।