১) কটু গন্ধ


কালোটাকা সবই ফাঁকা তাও হয় দ্বন্দ্ব,
থানাদার  হানাদার!  লাগে  কটু  গন্ধ,
সরেজমিনে    হলে
সঠিক কথাই মেলে
নেতাদের রূপে ফের দিশেহারা  অন্ধ।


২) পুট বেয়ে পুটে শেষ


'পুট নেই' বচনেই  খেলা  শুরু  স্তব্ধ,
পুট পড়ে ঘাম ছাড়ে মুখে আনে শব্দ,
ছক্কা চাল আর মই
আটেই আটানব্বই
পুট পড়ে হুট করে সাপে করে জব্দ।