এক) কিছুটা তফাতে


খোলামেলা কথাবলাই ভুলেছে বিবেক,
সম্পর্ক মানে এখন শুধুই হ্যণ্ডশেক।


দুই) কবরী বন্ধনে


তার কবরীর বন্ধনে যদি মৃত্যু আমার হয়,
জানবো সেই মরণও আমার জীবন পরিচয়।


তিন) হৃদকমলের ঘাতে


ছুটি যার পিছনে সে আমার নয়,
পিঞ্জর বিনে এ খাঁচা শুধুই মায়াময়!


চার) নিপুণ আঘাত


ধর্মের কর্ম নিয়ে যারা গলদঘর্ম,
সবাই তারা সুবিধাবাদী, বোঝে না এর মর্ম।


পাঁচ) মা যে আমার মা


মাতৃমর্যাদা যে করে অস্বীকার
তাদের সকলেরে জানাই ধিক্কার।


ছয়) ভাঙা খেলাঘর


সংসারের চাওয়া পাওয়ার খেলা,
না ফুরোতেই ফুরিয়ে যায় বেলা।