১) চুড়ান্তে সভ্যতা
    
শিশু তবুও শ্রমিক,
অসৎ জনের গৈরিক।


২) আত্মহত্যা


মানবতার হাত ধরে,
দুর্জনেরা খেলা করে।


৩) রেসের ঘোড়া


অনুঘটক বিক্রিয়া ছাড়া,
বিক্রিয়াতে তবু দেয় নাড়া।


৪) সেতুবন্ধন


ছোট বলে রেখো না আর ত্যাজ্য বোধে,
কাঠবিড়ালী এসে কিন্তু সেতু বাঁধে।


৫) অন্তঃপুরে


কাছে আছি তবু দূরে, তালে লয়ে নানা সুরে।
দূরে থে‌কে আছি ধরে, সৃষ্টি অমর করে।


৬) তবু রোজ


পুতুল নাচের ইতিকথা,
চোখের স্বপ্নে মনে ব্যাথা!