একদিন পৃথিবী ক্লান্ত হবে
মায়াজালে স্মৃতির কথা কবে
মুছে যাবে অমসৃণ দিন
শুধু কর্ম বেঁচে রবে
থাকবে না বন্ধনের ঋণ।


ইথারে ভাসা বেতার কথা
ছড়িয়ে ছিটিয়ে থাকবে যথা তথা
খুঁজবো না আর সোনালী দিন
নিখরচায় পারি দিতে হবে
সুগন্ধি মেশানো দেহে অমলিন।


কেউ আসবে না এগিয়ে কিছু
সকলেই ব্যথাতুর, মুখ নীচু
কেবল আমারই উন্নত শির
ভিন্ন সেই মহোৎসবে
চরণাশ্রয়ে থাকবো চির অধীর।