আজ সারি সারি খাবারের দোকান
অচেনা জগতে হারিয়ে গেছে,
ফুটপাতের ঝনঝনে বাসনগুলো পড়ে আছে
পেটে আগুন জ্বেলে,
একসময় নিয়মমতো ঘুমিয়েও পড়ে...


ঘুমপাড়ানী গান ওদের জন্যে নয়!


তবুও দেহ আছে বলেই
আছে ক্ষুধাও,
ছড়ানো ছেটানো খাবার পেতে গিয়ে
একসময় মিটিয়েই দেয়
বাস রাস্তার খিদে..


সকালবেলায় ঠেলায় ল্যাঠা চোকে!


এরা কেউ পুরুষ নয়
নয় কেউ নারী
জানেনা ওরা বিন্দুমাত্র দখলদারী,
পরিচয় শুধুমাত্র একটাই
এরা শীর্ণকায় ভিখারী...


একদিন প্রতিদিন আর কতকাল!