শৈত্যে তোমার জড়ানো ছিলো চুনীর লাল,
নিষেধের যুবতী গত বহুকাল!
পারভাঙ্গা ঝরনা ধারায় স্বপ্নীল আবেশে,
বন্যায় অশ্রুজল চাপাকান্নায় ভাসে,
এ কোন বরফ কঠিন মনের আস্ফালন-
দেবদারু বনে করে গুঞ্জরন...


ফাঁদপাতা পাখিদের দলও এড়িয়ে ঝাউবন,
বিধিবদ্ধ মানা না মেনে প্রায় উচাটন।
আমি তো ভাবিনি নিস্তরঙ্গ ওই ঝরনার শেষে,
সব শৈত্য মুছে যাবে মিলেমিশে,
আবারও দিগন্তে উঠবে সুবর্ণ সকাল!
এখনো সবুজ আছে, সব ভাবনাই নয় লাল...