লকডাউনে বন্দী বলে
পড়ার ঘরে আরশোলা,
যত্নে বই রেখেছি তুলে
বই-খাতায় তিন ঝোলা।  


ছাদের ঘরে শিকেয় ছিলো
আজব বইপত্তর,
ই-স্কুল যেই শুরু হলো
নামলো সব সত্বর।


ঘরেই পড়া দিব্যি চলে
সময়ও মাপা হিসেবে,
দারুণ মজা দাদুন বলে,
"ই-স্কুলেই পড়া হবে!"


একডাবা পান নিয়ে দিদা
মুখে খিলি রেখে বললে,
"বহুকাল তো পড়ছে দাদা
এতোটা পরে  ইস্কুলে!


দেখিয়ে নানান কেরদানি;
ইস্কুল খেলা খেলেছি,
কেবা ছাত্রী কে দিদিমনি!
নিজেরাই বেছে নিয়েছি।"


দাদু বলে "বুঝবে কি আর?
বিদ্যেতো নেই ঘটে!
নেট চালিয়ে হচ্ছে পড়া
ফ্রী হ্যান্ডে কাটসাটে।"


"যাক বাপু দরকার নেই
অমনি জালে পড়বার,
এবার রসুই ঘরে যাই
খাবার করা দরকার।"