ডালের  ওজন  বুঝে বুঝে  হনু গাছের  মাথায়,
ফাঁকা  রাস্তায়  এখনও সব  নর-বানরে  শুয়ে।
ওপর দিকের পাক্কা ফলে দিব্যি আহার চালায়,
ডালের  ওজন  বুঝে  বুঝে হনু গাছের মাথায়!
দুচারটি  ফল ইতঃস্তত  ফেলছে ছেঁড়া কাঁথায়,
পাঁচ বছর তো চলুক! স্মৃতি আপনি যাবে ধুয়ে,
ডালের  ওজন  বুঝে  বুঝে হনু গাছের মাথায়,
ফাঁকা  রাস্তায়  এখনও সব  নর-বানরে  শুয়ে।