সে এক নিঝুম রাতে-
ঘর ছেড়েছি যাব ভেবে খেয়াপারে,
জোনাক আলো ভিজে ওই পথের ধারে,
থমকে দাঁড়াই উন্মনে যেতে যেতে
হয়তো কোনো নির্ঘুম বাণী চলে আমার সাথে...


তখনও কি আর ঝিরঝিরে ওই বৃষ্টি পড়ে?
জোছনা আলোয় রূপসী চাঁদনী রূপ,
দুচোখে কুয়াশা কান্না, কোণায় চুপ!
পারঘাটার পথ মন থে‌কে যায় দূরে,
হয়তো বুঝিবা টিপটিপ বারি ঝরে...


আলোর পোকারা যাচ্ছে আলোর টানে।
এখন নদীতে জোয়ার এসেছে চলে,
পারঘাটা তাই ভাটার অবুঝ জলে!
আকাশে চাঁদ মেঘ চিরে আজও জাগে ওই গগনে,
বসে আছি একা আমি এই আলো আঁধারির ক্ষণে...