আজগুবি নয়               যদি মনে হয়
       করার তো নেই কিছু আর,
বলছি যা তায়           প্রলাপ বোঝায়
       তাই আজগুবি নাম তার।


বলবো কি ভাই           লজ্জা যে পাই
      দেখি সেদিন ঐ সাঁঝরাতে,
গলির মোড়েতে      মালিকে চোরেতে
       বসিয়েছে সভা একসাথে।


বললে চোরেরা ,      "কেন যে পাহারা
       বসাও তোমরা বুঝি না তো!
টাকার আগুনে          আইনে কানুনে
          খুলেছি চুরির পথ যতো।


দরকার মত                 আইনের শত
        থাকুক না কেন বেড়াজাল,
মোদেরই জন্য               হবে তা ছিন্ন
        পাল্টাবে তার বোলচাল। "


মালিকেরা শুনে        কথার সে গুনে
          হাত তালি দেয় বারবার,
লাগবে না আর         লোক পাহারার
          নীট মুনাফাই দরকার।


রিপোর্টারে লেখে       কতকিছু দেখে !
         পকেটের ভার বেশ বেশী,
খাবার প্যাকেট ?     আহা কি বা ভেট!
          নরমে গরমে ঠাসাঠাসি।


বলে পণ্ডিতে              "মন্দে কি হিতে
           বিচার শক্তি নেই মোটে,
তাই সাধারণে            ওদের কু গানে
           দিবারাত্রই মেতে ওঠে। "


ঢেকুরটা তুলে             আবারও বলে
           "ওদের করলে অপমান,
বুদ্ধি হ্রাসের                বিচারে তাদের
             হয়ে যাবে সব গর্দান। "


আমি শুনে ভাবি      মুখে তালা চাবি
              দরকার নেই সওয়াল,
মরে যে মরুক               তবুও চলুক
            যেমন চলছে এতকাল।


আজগুবি নয়            শুধু সভা হায়!
         আজগুবি আমি, তুমি, সব -
আজগুবিদের              রাজত্বে ফের
          ওঠে কি কখনো কলরব?