নৌকোর ছাউনিতে কূপিটা জ্বলছে একা
রেওয়াজ মতোই একটু আধটু হাঁকা
"ও কর্তা! আছে নাকি কিছু? "
গলুইয়ে বসে মাঝির কিন্তু মাথা নীচু
দপ্ করে জ্বলে কূপি নিভে গেল, তেল শেষ...


ভাটার টানেই যেমন চলে নদী
গালে হাত দিয়ে ছিদাম জোয়ার আসে যদি
জলের রানী থই খুঁজতে এলে
দু একটা মাছ মওকা মতো পেলে
স্বপ্নটা সফল হতো বেশ...


অন্ধকারটা সয়ে গেছে দুই চোখ
ঘাটে এখন গুটিকতক লোক
পারে খাবার হয়তো কারো স্বরণে রেখে গেলো
ফলমূল, দই, মিষ্টিতে পড়ছে দীপের আলো
ছিদাম দেখে গরিবিয়ানার রেশ...