আনন্দ পারাবার হতে যারা
বিশ বাঁও দূরে,
তাদের থে‌কে সম্ভ্রম আশা কর!
তারা নিজেরাই তো কালাপানির অন্ধকারে
শেষ কামরার যাত্রী।


সবদিকে কখনই সমান আলো হয়না,
আট হাত কাপড়ে সবকিছু সামলাতে গেলে
তাঁবেদার সাথে বেশ তালমিল দরকার!
জানি, সঠিক মুক্তিকামী পন্থা কারো একার নয়,
চলুক তবে একইভাবে চলছে যেমন।


একটু মস্তি আর একটু ফিঁকে আশা
সম্বল করেই এগিয়ে যাক যত তাজা বারুদ ।
সিদ্ধ হোক ক্রীড়নকের খেলার মারপ্যাঁচ ,
হৈ হৈ করে জ্বলুক না হয় পাঁচমিশালী পথ,
সম্ভ্রম না যদি থাকে নাই বা থাকুক।


চরম তাপাঙ্কের হিসেব নিছক বায়বীয়!