বালিশে মুখ গুঁজে শুধু ঘুমোচ্ছো,
অবসাদ তোমাকে ঘিরে নাচছে ,
পারছো না নিয়ম ভেঙে কেবল-
চৌকাঠ পেরোতে; মুক্তির আনন্দ!


ভয়ে ভীত আজ শাড়ির আঁচল ,
সেই জড়তায় সেই মেয়েবেলা,
কিন্তু কল্লোলের এ মুখগুলো -
আজ শুধু  তোমারই নিয়ন্ত্রণে।


উৎস খুঁজে দেখলে একবার-
বুঝবে, জানবে, পথ পরিস্কার ;
অন্ধকার ঘুরে ফিরে আসে ঠিক,
তবু হার মানে আলোর চমকে।


নিজে পরিণতি দেখবে যখন-
বুঝবে চৌকাঠ ; শুধুমাত্র কাঠ
সেখানে নেই তো জটিল বন্ধন!
সামনে শুধু চলার পথ আছে।


শুধুই চলার পথ...