গুগল্ দিলে গুল
চোখে সর্ষে ফুল,
হাজার কথার ভীড়ে
রয় তো কিছু ভুল।


এইতো সেদিন ভোরে
তারার টানের জোরে,
বললো ধ্বংস হবেই
পৃথিবী যাচ্ছে সরে।


জিনিস পত্র বেচে
কিনছি সোনা যেচে,
থাকুক তোলা সব।
বিবাদ বাধালো হেঁচে!


গিন্নি বলেন শোনো,
'শুনবো না কথা কোনো-
সোনার উপর সুখে,
বিছানা পাতবো জেনো।


যায় যাক না প্রাণ
সোনার অটুট টান,
গুগল্ গুলের কথায়
এটাই অবস্থান'।