নেই লাজ নেই কাজ
রকে ব'সে চালবাজ,         টপকায়,
বাজি রেখে বাজী ঢেকে
দুএকটা তার থে‌কে,         পটকায়।


বাঁকাচাঁদ বরবাদ
ন্যাকা কিছু উন্মাদ,          চোট খায়,
কালামত কালাপথ
নালায়েক সহমত,          জোট চায়।


বুরবাক পুড়ে খাক
না দেখেই রাখঢাক,          তরজায়,
মরে লোক বীতশোক
দাকুমড়ো আজ রোখ,       গরজায়।


সন্তান নেই প্রান
মার কোলে টানটান,         দরজায়,
মানবতা ছেঁড়া কাঁথা
পড়ে নাতো কোনো নেতা,   লজ্জায়!