এক) রক্তের জাত


রক্তের গ্রুপ আছে জাত নেই,
মানুষের জাত বড় গ্রুপ কই???


দুই) গুনমান


মান বুঝতেই গুন দরকার,
গুনগত মান নিয়ে জেরবার।


তিন) ইচ্ছেডানা


ভরসা যখন  ইচ্ছেডানা,
সাধ্যি কি কেউ করবে মানা?


চার) মনের জন


একদিন যাবে দূরে,
স্মরণের বালুচরে ...


পাঁচ) বলতে কে পারে


কখন কিভাবে ভালোবাসা আসে,
সেও তো জানে না , যে ভালোবাসে।


ছয়) দিপালী


স্বপ্ন পূরণে হতাশার কালো,
মুছতে চাইলে শুভদীপ জ্বালো।