এক) প্রাপ্তি শূন্য


খোলনলিচা ঠিক সময়ে বদলটা না হলে ,
লাভ কি হবে থাকলে বসে মুখোশের আড়ালে?


দুই) অথঃ কিম্


ভূখা পেটে ওষুধ খেয়ে পুষ্টি কি আর মিটবে?
অচল চাকায় হকার বেকার দুটোই বাড়তে থাকবে।


তিন) রক্ষাকবচ


কেবল ছোটাছুটি, সুরাহা মেলেনি,
তহবিলই বলছে ভাড়ে মা ভবানী!


চার) ভবের হাট শুকনো মাঠ


ঢেউ আসে ঢেউ যায় জীবন যে অসহায়,
কারো ঘরে চাল নেই কেউ মিছে চমকায়।


পাঁচ) হানাদার


পেলে কেউ ছাড়ে না কূপথের নজরানা,
মাংস নেই হাড়ই সই, হাড়টাও ছাড়বো না।


ছয়) নিরলস


তবুও মানুষ আছে; আছে শত ডাক্তার,
জীবনটা বাজী রেখে করে পথ সংস্কার।