প্রতিদিন স্বপ্নজালেতে হাজারদুয়ারি।
পথ খুঁজতে গিয়ে রোজ পথটা হারাই,
দরজার একটা তো খোলা থাকা চাই,
তবুও কোথায় বা বাইরে যেতে পারি?


রেশম কুঠির থে‌কে নুপুর আওয়াজ।
অদ্ভুত আঁধার চিরেও অজস্র আলো,
স্তব্ধতার হাতের হাতটা নিকষ কালো,
জানি না এটা কোন্ মৃতের শবসাজ!


মোহনলালের রক্তটা জমাট বাঁধেনি।
আমবাগানের কাছে বিন্দুবিন্দু ঘাম,
মুক্তির বিশ্বাস নিয়েও শূন্য পরিনাম,
তবু আমরা এদের কাউকে ভুলি নি।


স্বাধীনতার কঠিন কালো সেতু বন্ধন,
তাই এখনো মনে ব্যাপ্ত শেষের গুঞ্জন ...