আলটপকা কথার নাড়াঘাটা
এড়িয়ে চলাই ভালো
এতে বিবদমান বিষয় এড়ানো যায়...


তবুও দুর্যোগের ঘনঘটায় যখন
আকাশ কালো মেঘ ছায়াবৃতা হয়
বিজলীর হিসহিসানি যেন সাপের ছোবল...


বজ্রপাত আর কেই বা সামাল দেবে?
তার ওপরে আবার যখন শিলাবৃষ্টি!
এক সময় শিল কুড়িয়ে কুড়িয়ে...


মন বোশেখীর দাবদাহ ভুলতে বসে
অজান্তেই একাত্ম হয়ে ওঠে
করকাপাত তোড়ের হড়পায়...


তারপর আবারও সবকিছু
নতুন করে সাজানো গোছানো দিব্যি
একটা কিছুই না হওয়ার ভাব...