অনেক গভীর খাদ পার হয়ে
শেষমেশ ধাক্কা খেলাম আলগা পাথরে!
একটু সামান্য ভুলেই পদস্খলন,
হয়তোবা মনোযোগ কমে এসেছিল ...


এক‌টি কথা ভালোভাবেই জানতাম,
উটকো পাথরেরও অসীম ক্ষমতা-
অন্ততঃ কারুর ধ্যান ভাঙাতে।
তবুও কেন না মেপেই যে পা রাখলাম ...


শীর্ষে পৌঁছুতে গেলে জানি,
এমন অনেক ঘটনাই ঘটে।
তাই তো পা ফেলার আগেই,
পোক্তভাব মাপতে হাত প্রয়োজন....


হাতই পারে বেহাত হবার থেকে বাঁচা‌তে ...