হায়রে  নবীন বসন্ত ,
এ কী মরণ খেলা খেলছো? 
ছিলো যেই বীণ দুরন্ত ,
মারণে কেন রাঙা করছো!


এখনও কৃষ্ণচূড়ার রঙে
ধূলির পথে যে লুটোচ্ছে, 
সবুজ গাছেই ছিলো টঙে
খেলাঘর সাড়া কি দিচ্ছে!


ভুলের খেলা কত চলবে,
সুমতি কতদূরে থাকবে! 
কেউ কি রাঙা হাত ধরবে,
যে ছোঁয়ায় এই মন জাগবে?